Home » গাজীপুরের কালিগঞ্জে বিকল্প শিক্ষা কার্যক্রমের চাকরি মেলা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জে বিকল্প শিক্ষা কার্যক্রমের চাকরি মেলা অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ২৯ views
A+A-
Reset

 গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বিকল্প শিক্ষা কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, উপজেলার তোমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভধার্তি গ্রামে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ইউনিসেফের সহযোগিতায় ইএসডিও এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি। আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, ইউনিসেফ শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমেদ, ইএসডিও টিভইটির প্রধান শাহরিয়ার মাহমুদ ও এপিএম রাজিউল ইসলাম। এছাড়া ইএসডিও কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, চাকরিপ্রত্যাশী নারী এবং উদ্যোক্তাসহ ৩০০-র বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, মেলার জন্য মোট ৩২০ জন প্রশিক্ষিত চাকরিপ্রার্থী নারী এবং ৫০ জন উচ্চাকাঙ্ক্ষী নারী উদ্যোক্তা নিবন্ধন করেছিলেন। মেলার মাধ্যমে গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ১১টি প্রতিষ্ঠানে মোট ১০৮ জন প্রশিক্ষিত নারীকে চাকরি প্রদান করা হয়। পাশাপাশি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ২১ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণসহ আর্থিক সহায়তা প্রদান করে।

এই উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র