Home » কৃষিখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

কৃষিখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

by Nobin Hasan
০ comments ১৭২ views
A+A-
Reset

ঠাকুরগাঁওয়ে  ৩ দিন ব্যাপী কৃষিখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু  হয়েছে। মঙ্গলবার  ( ২৪ সেপ্টেম্বর )  ইএসডিও কতৃক বাস্তবায়িত  পিপিইপিপি-ইইউ প্রকল্পের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ )  ও পল্লী কর্ম – সহায়ক  ফাউন্ডেশন ( পিকেএসএফ ) এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইয়েসডিওর প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে  এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষিখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক  মো. সিরাজুল ইসলাম,বাংলাদেশ কৃষি গবেষনা ইনিস্টিটিউড, রংপুর এর  উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,  রংপুর আঞ্চলিক  কৃষি তথ্য অফিসার শাহাদৎ হোসেন প্রমুখ।  এ প্রশিক্ষণে রংপুর,  গাইবান্ধা,  ঠাকুরগাঁও,  নীলফামরী ও দিনাজপুর জেলার প্রকল্প ভুক্ত ৫০ জন খামারীরা অংশ নেয়। এ সময়  ইএসডিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র