প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫১ পূর্বাহ্ণ
ওয়াশ কর্মসূচি নিয়ে অভিজ্ঞতা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালায় বিগত দিনের কার্যক্রমের বিশ্লেষণের পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরণ, ওয়াশ ইস্যুতে নারীর ক্ষমতায়ন, স্থানীয় উদ্যোক্তা তৈরি, জলবায়ু সহিষ্ণু পদক্ষেপ গ্রহণ এবং ওয়াশ সেবা কেন্দ্র প্রতিষ্ঠার ওপর আলোচনা করা হয়।
প্রকল্পের মাস্টার ট্রেইনার কর্মশালাটি পরিচালনা করেন। এতে ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মী, জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালাটি লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ওয়াশ কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের পথ নির্দেশ করে।
ই এ স ডি ও ’ র নি য় মি ত মু খ প ত্র