Home » ইএসডিও সীড্স কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত

ইএসডিও সীড্স কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ১২৮ views
A+A-
Reset

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীড্স) কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ( ২৬ নভেম্বর )   উলিপুর, কুড়িগ্রামের ইএসডিও সীড্স প্রোগ্রাম অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইএসডিও সীড্স প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী বিভাংশু মোহন রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট অফিসার মো: বাবুল মিয়া,  সিনিয়র এপিসি আবু জাফর নূর মোহাম্মদ, ফোকাল পারসনসহ সীড্স প্রোগ্রামের অন্যান্য কর্মীবৃন্দ।

সভায় বজড়া, তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের সংলাপ সেন্টারের কিশোরীরা তাদের পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ এবং আর্থ-সামাজিক সেবাদানে কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।

আলোচনায় অতিথিরা কিশোরীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের জীবন দক্ষতা গড়ে তোলার প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তারা এই কার্যক্রমের আরও সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ইএসডিও সীড্স কর্মসূচি কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলার ৯টি ইউনিয়নে ৬টি সংলাপ সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র