Home » ইএসডিও লিফ্ট প্রকল্প পরিদর্শনে এডুকো-স্পেনের ফিনান্স ডিরেক্টর

ইএসডিও লিফ্ট প্রকল্প পরিদর্শনে এডুকো-স্পেনের ফিনান্স ডিরেক্টর

by Nobin Hasan
০ comments ৩৯ views
A+A-
Reset

 

ইএসডিও লিফ্ট প্রকল্পের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন এডুকো-স্পেনের ফিনান্স ডিরেক্টর এডুয়ার্ডো রদ্রিগেজ। এসময় তার সঙ্গে ছিলেন এডুকোর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, চাইল্ড লেবার এলিমিনেশন বিভাগের আফজাল কবির খান, প্রজেক্ট ম্যানেজার মো. শরিফুল আলমসহ এডুকোর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরিদর্শনের পর, ইএসডিওর ঢাকাস্থ অফিসে “ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইন টিভেট” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, হেড অফ টিভেট শাহরিয়ার মাহমুদ, হেড অফ প্ল্যানিং মশিউর রহমানসহ ইএসডিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় এডুয়ার্ডো রদ্রিগেজ টিভেট সেক্টরে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বাস্তবায়ন, এর প্রভাব এবং স্থানীয় উন্নয়নে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন করেন। ভবিষ্যতে টিভেট খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

 

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র