১৫
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত এবং Water.org-এর সহযোগিতায় পরিচালিত Enhancing Livelihoods Through Sustainable Credit Access: Improving Sanitation and Water Safety to Combat Poverty প্রকল্পের আওতায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
এই প্রকল্পের আওতায় ১৫ ও ১৬ নভেম্বর ২০২৪ তারিখে রাজশাহী, নাটোর, নওগাঁ, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁও জেলায় ফিল্ড পর্যায়ের কর্মীদের নিয়ে অভিজ্ঞতা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নারীর ক্ষমতায়ন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরণ, পল্লী এলাকায় ওয়াশ সংযোগ ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা, স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।
উক্ত কর্মশালায় ইএসডিও-র মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ফিল্ড পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন প্রকল্পের মাস্টার ট্রেইনার ও জেলা এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
ইএসডিও-র এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।