Home » ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

by admin
০ comments ২০৪ views
A+A-
Reset
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির রংপুর রিজিয়নের কর্মী সমন্বয় সভা গতকাল ইএসডিও’র রংপুর এম-৩৬ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

এছাড়াও  সভায় ইএসডিওর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কর্মীদের দক্ষতা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে ইএসডিওর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র