Home » ইএসডিও ফ্যামিলি ডে-২০২৫ উদযাপিত

ইএসডিও ফ্যামিলি ডে-২০২৫ উদযাপিত

by Nobin Hasan
০ comments ৩৫ views
A+A-
Reset

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইএসডিও ফ্যামিলি ডে-২০২৫। আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই আয়োজনে ইএসডিও পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র চেয়ারম্যান সফিকুল ইসলাম, এবং টিম লিডার (আইসিটি) শাশ্বত জামান।
দিনব্যাপী আয়োজনে ভলিবল, ক্রিকেট, র‍্যাফেল ড্রসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া, এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইএসডিও পরিবারের এই আনন্দঘন দিনটি সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র