Home » ইএসডিও টিটিসিএইচডি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরণ

ইএসডিও টিটিসিএইচডি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরণ

by Nobin Hasan
০ comments ৩৪ views
A+A-
Reset

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা টেকনিক্যাল সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট (টিটিসিএইচডি), লালমনিরহাট-এর বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ)” প্রকল্পের আওতায় পেশাদার মোটর ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড হাউস ওয়্যারিং এবং ফ্যাশন গার্মেন্টস্ (৩টি ট্রেড)-এর ৯০ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

গত  বুধবার  ইএসডিও’র লালমনিরহাট ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ উপলক্ষে সনদপত্র, নগদ অর্থ, উপকরণ বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র লালমনিরহাট জেলার জেলা ফোকাল ও জোনাল ম্যানেজার মোঃ বজলার রহমান। আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাকিব জয়, সমন্বয়কারী (এমআইএস), মোঃ জিকরুল হক, প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড), এবং মোঃ মাহাবুবুর রহমান, কারিগরি কর্মকর্তা (পুষ্টি), যারা ইএসডিও- পিপিইপিপি-ইইউ প্রকল্পে দায়িত্ব পালন করছেন।

এছাড়া টিটিসিএইচডি লালমনিরহাট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ এবং পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রশিক্ষণার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান ছাড়াও তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকার সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে ইএসডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা জানান।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র