গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় ইএসডিও ও এইওএসআইবি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের সেমিনার হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান, চীফ কো-অর্ডিনেটর, এইওএসআইবি-এসআইসিআইপি। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বিভাষ সোম, কো-অর্ডিনেটর, জবপ্লেসমেন্ট এন্ড ডাটাবেজ, এইওএসআইবি-এসআইসিআইপি এবং ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, ইএসডিও।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অফ ফিন্যান্স সৈয়দ আলী, হেড অফ ফিন্যান্স-এমএফ মোঃ আজিজুল হক, এসিস্টেন্ট ফিনান্স কন্ট্রোলার কন্ট্রোলার মোঃ মনিরুজ্জামান সহ ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইআইটি'র সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।
উক্ত সমঝোতা স্মারকের মাধ্যমে ইএসডিও ও এইওএসআইবি যৌথভাবে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।