Home » ইএসডিও-আরএমটিপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ইএসডিও-আরএমটিপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

by Nobin Hasan
০ comments ৯০ views
A+A-
Reset
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক পরিচালিত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় ইফাদ এবং পিকেএসএফ-এর অর্থায়নে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের ১৮টি সংস্থার প্রকল্প ব্যবস্থাপক ও মনিটরিং কর্মকর্তাদের নিয়ে গত ২৬  অক্টোবর   ইএসডিওর প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এ প্রশিক্ষণ শুরু হয় ।
 গতকাল বুধবার  আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রকল্পের কার্যক্রম পরিচালনায় পণ্যের গুণগত মান বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পিকেএসএফ-আরএমটিপি   প্রকল্পের ভ‍্যালু চেইন প্রজেক্ট ম‍্যানেজার  এরফান আলী, M&E officer মো:আনিছুর রহমান,  ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ও হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন‍্যান্স মো:আইনুল হক।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মণ।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র