Home »  ইএসডিও’র শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেনকে   পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান

 ইএসডিও’র শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেনকে   পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান

by Nobin Hasan
০ comments ৩২ views
A+A-
Reset

ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায়  রংপুর জোনের পাগলা পীর  শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেনকে   পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে  আব্দুল বাতেনের  হাতে আনুষ্ঠানিকভাবে ৩২ লক্ষ টাকার  চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অব উইং যামিনী কুমার রায়, হেড অব ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অব এইচআর মো. আবুল মনসুর সরকার, হেড অব প্রোগ্রাম – এআইএস আজিজুল হক প্রমুখ।

বক্তারা ইএসডিও’র কর্মীদের জন্য এ ধরনের কল্যাণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মীদের উন্নয়ন ও কল্যাণে সংস্থার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে আব্দুল বাতেনকে শুভেচ্ছা জানিয়ে তার হাতে চেক হস্তান্তর করা হয়।

ইএসডিও’র এ উদ্যোগ কর্মীদের কাজের প্রতি অনুপ্রেরণা বৃদ্ধি এবং সংস্থার প্রতি তাদের আস্থার ভিত্তি আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র