প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
গতকাল (৪ জানুয়ারি ২০২৫) বিকেলে ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন স্মৃতি মিলনায়তনে ইএসডিও' মাইক্রোফিন্যান্স কর্মসূচির ঠাকুরগাঁও, রানীশংকৈল, পঞ্চগড়, ডোমার, নীলফামারী ও দিনাজপুর জোনের কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় কর্মসূচির কার্যক্রমের অগ্রগতি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে উপস্থিত সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ই এ স ডি ও ’ র নি য় মি ত মু খ প ত্র