ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।গত ৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়।ড. মুহম্মদ শহীদ উজ জামান একজন বিশিষ্ট সমাজসেবক এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করছেন দীর্ঘদিন ধরে। তাঁর নেতৃত্বে ইএসডিও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।এই নির্বাচনের মাধ্যমে ড. শহীদ উজ জামান তাঁর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।