Home » ইএসডিও’র “কেয়ার গিভার” ট্রেডের ভোকেশনাল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইএসডিও’র “কেয়ার গিভার” ট্রেডের ভোকেশনাল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ২১ views
A+A-
Reset
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর টিভেট ও ইআইটি পরিচালিত পিপিইপিপি (ইইউ) প্রকল্পের আওতায় “কেয়ার গিভার” ট্রেডের তিন মাসব্যাপী ভোকেশনাল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল  অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের ফোকাল ও হেড অফ সেক্টর আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজন্যাল ম্যানেজার প্রবীর গুপ্ত, সেন্টার ইনচার্জ ইতি সরকার, সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ গোলাম রহমান আল-আমিন, ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতালের চিফ মেহেদী হাসান, এবং পিপিইপিপি-ইইউ’র প্রতিনিধিগণ মোসলেমা আক্তার ও অনুপ কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে বলেন, এই প্রশিক্ষণ তাদের কেয়ার গিভিং সেক্টরে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।
এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল প্রশিক্ষণার্থীদের পেশাগত উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। প্রশিক্ষণার্থীদের মধ্যে অর্জিত দক্ষতার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরাও অংশ নেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র