প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৬:১২ পূর্বাহ্ণ
ইএসডিও’র উদ্যোগে তথ্য সংগ্রহ ও যাচাই বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর পিপিইপিপি (ইইউ) প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহ ও যাচাই বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সংস্থার মেধা অনুশীলন কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর এপিসি (অডিট) মো: রেজা হাসমত এবং এপিসি (প্রোগ্রাম) মো: ইব্রাহীম। এছাড়া ইএসডিও’র সিনিয়র উন্নয়নকর্মীগণও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মীদের তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি ও যাচাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার আলোকে তথ্য যাচাইয়ের কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
ইএসডিও’র পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণ কার্যক্রম মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে আয়োজিত হয়েছে।
ই এ স ডি ও ’ র নি য় মি ত মু খ প ত্র