Home » ইএসডিও’র ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি ভেন্যুতে AEOSIB ট্রেডের অনুমোদনের লক্ষ্যে ক্যাপাসিটি মূল্যায়ন

ইএসডিও’র ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি ভেন্যুতে AEOSIB ট্রেডের অনুমোদনের লক্ষ্যে ক্যাপাসিটি মূল্যায়ন

by Nobin Hasan
০ comments ৪২ views
A+A-
Reset
ঠাকুরগাঁওয়ে ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি)’র প্লটন, আকচা ভেন্যুতে AEOSIB ট্রেডের অনুমোদনের জন্য ভেন্যু ক্যাপাসিটি মূল্যায়ন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার  এই মূল্যায়নটি পরিচালনা করেন  মুর্শিল মাহমুদ, প্রোগ্রাম অফিসার (কোয়ালিটি অ্যাসুরেন্স), SICIP।
মূল্যায়নের উদ্দেশ্য ছিল ভেন্যুটির অবকাঠামোগত সক্ষমতা, প্রশিক্ষণ কার্যক্রমের মান, এবং প্রয়োজনীয় উপকরণের সঠিক ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করা। AEOSIB ট্রেড অনুমোদন পেতে ভেন্যুর সক্ষমতা যাচাই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়, যা ভবিষ্যতে ইআইটি’র শিক্ষার্থীদের জন্য আরও উন্নত প্রশিক্ষণ ও কর্মমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে।
উল্লেখ্য, ইএসডিও’র অঙ্গ প্রতিষ্ঠান ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) দক্ষ মানবসম্পদ গঠনে প্রশিক্ষণ দিয়ে আসছে এবং এই অনুমোদন পেলে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র