
৬ মার্চ ২০২৫, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ইফতার মাহফিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত প্রায় ১৫০০ জন অতিথি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলটি ছিলো এক অনন্য সামাজিক মিলনমেলা, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্রিত হয় এবং পবিত্র রমজান মাসে রোজা ভাঙার আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। উক্ত আয়োজনে অতিথিরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ইফতারের পর সামাজিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করেন এবং সবাই মিলে দোয়া করেন দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনায়।
প্রতিবারের মতো এবারও এই ইফতার মাহফিল একটি সফল আয়োজন হিসেবে অভ্যর্থিত হয়েছে, যা ইএসডিও’র সামাজিক কর্মকাণ্ডের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে।