রাজশাহী জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ইএসডিও’র সার্বিক তত্ত্বাবধানে এবং ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন এবং ওয়াটারএইড বাংলাদেশ এ প্রকল্প হাতে নেয়। এরই অংশ হিসেবে রাজশাহী জেলা জজ কোর্ট প্রাঙ্গণ এবং জেলা স্টেডিয়ামে দুইটি টয়লেট নির্মাণ করা হয়। নতুন এই টয়লেটে নারী, পুরুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মেয়েদের জন্য পিরিয়ড ম্যানেজমেন্ট সুবিধা, নিরাপত্তার জন্য সিসিটিভি এবং মহিলা সহায়ক কর্মীও রয়েছে।
০৬ নভেম্বর ২০২৪ তারিখে রাজশাহী জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহানগর জেলা ও দায়রা জজ আব্দুল কালাম আজাদ। এছাড়া ওয়াটারএইডের প্রতিনিধি রাজিয়া সুলতানা লুনা, প্রকল্প সমন্বয়কারী কে. এ. আমিন এবং ইএসডিও’র মো. এনামুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গোলক চন্দ্র বিশ্বাস ওয়াটারএইড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টয়লেটের সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশ দেন। রাজিয়া সুলতানা লুনা টয়লেটের রক্ষণাবেক্ষণ গাইডলাইন তৈরির পরামর্শ দেন এবং কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।