
১৬–১৯ এপ্রিল ২০২৫, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় রংপুরে চার দিনব্যাপী (আবাসিক) প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
রংপুরের ইএসডিও সিলভার জুবলি ভবন, সিও বাজার, রংপুর-এর সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ (এএসিও) অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল মহোদয়ের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু জাফর, পরিচালক (যুগ্ম সচিব), স্থানীয় সরকার, রংপুর। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ময়নুল ইসলাম, রংপুর।
এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, স্থানীয় সরকার উপপরিচালক, রংপুর।
প্রশিক্ষণটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, রংপুর—জনাব মোঃ ময়নুল ইসলাম। এবং ইএসডিও-এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের রংপুর জেলার ম্যানেজার মোঃ মাসুদ রানা প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন।
বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে এই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।