Home » মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

by Nobin Hasan
০ comments ৬৪ views
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ইএসডিও’র প্রধান কার্যালয় জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহম্মদ জালাল উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের নেতা। তাঁর সারাজীবনের সংগ্রাম ছিল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিশিষ্ট শিক্ষাবিদ আশরাফুল উল আলম বলেন, “মাওলানা ভাসানীর চিন্তাধারা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। তাঁর মতো নেতৃত্ব আমাদের সমাজে খুব প্রয়োজন।”

বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী বলেন, “তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন জনগণের হৃদয়ের নেতা। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়।”

দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, “যুবসমাজকে মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তাঁর মানবিকতা, নেতৃত্ব ও জনসেবার চেতনা আমাদের পথ দেখায়।”

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও ইএসডিও’র হেড অব এইচআর আবুল মনসুর সরকার বলেন, “ইএসডিও প্রতিবছরই মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী গুরুত্বসহকারে পালন করে। তাঁর স্মৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব।”

সাংবাদিক রেজওয়ানুল হক রেজু ও এস এম মোক্তদেরুজ্জমান রাসেলসহ অন্যান্য বক্তারাও মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন ও সমাজসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র