
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় “Promoting Eco-friendly Construction Materials through Resource-Efficient and Cleaner Production (RECP) Practices” উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টনে অবস্থিত ইকো হলো এবং সলিড ব্লক ফ্যাক্টরি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর কমিশনার তৌহিদুল মনির, ডেপুটি সেক্রেটারি আমিন শরিফ ও মোহাম্মদ মিজানুর রহমান, পিকেএসএফ এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও SMART প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী গোকুল চন্দ্র বিশ্বাস, পিকেএসএফ-এর সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. নূরুল আবেদিন চৌধুরী।
পরিদর্শনকালে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রকল্পের কার্যক্রম ও এর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় SMART প্রকল্পের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, SMART প্রকল্পটি পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে। এটি স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও সম্পদের দক্ষ ব্যবহারে সহায়ক ভূমিকা পালন করছে।