নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে গত সোমবার (২১ অক্টোবর ) দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক পরিচালিত Extended Community Climate Change Project-Drought (ECCCP-Drought) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সিসিএজি গ্রুপের সদস্যদের খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ, হোমস্টেড গার্ডেনিং, এবং ভার্মি কম্পোস্ট তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও, অংশগ্রহণকারীদের প্রকল্পের আওতায় পাওয়া ঋণ সুবিধা সম্পর্কেও বিস্তারিতভাবে অবহিত করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ সৌরভ হোসেন। তিনি খরা প্রতিরোধে উপযোগী কৃষি পদ্ধতিগুলোর ব্যবহারিক দিক ও তাদের কার্যকারিতা সম্পর্কে উপস্থিত কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালাটি এলাকার কৃষকদের খরা মোকাবিলায় দক্ষ করে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের পথে একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।