Home » নীলফামারীতে স্বপ্ন ২য় পর্যায় প্রকল্পের জীবিকা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে স্বপ্ন ২য় পর্যায় প্রকল্পের জীবিকা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

by admin
০ comments ৫৭ views
A+A-
Reset

১৫ এপ্রিল ২০২৫, দ্য লেপ্রসি মিশন প্রশিক্ষণ কেন্দ্রে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের আয়োজনে ১৫-১৯ এপ্রিল ২০২৫, ০৫ (পাঁচ) দিনব্যাপী আবাসিক জীবিকা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মোঃ সাইদুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন, নীলফামারী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সুইডেন দূতাবাস, ম্যারিকো বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নাধীন উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, উদ্যোক্তা ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমী বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জলঢাকা; এবং ডাঃ মোঃ সিরাজুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নীলফামারী।

প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণাকালে জনাব মোঃ সাইদুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, নীলফামারী বলেন— “প্রকল্পের উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে এই প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজুল ইসলাম, প্রশিক্ষণ সমন্বয়কারী, গ্রাম উন্নয়ন কর্ম এবং জনাব মোঃ সামসুল আলম, প্রকল্প সমন্বয়কারী, স্বপ্ন ২য় পর্যায় প্রকল্প, ইএসডিও, নীলফামারী।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র