Home » থ্রাইভ প্রকল্পের আওতায় ২৯ যুবকের টেকনিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন

থ্রাইভ প্রকল্পের আওতায় ২৯ যুবকের টেকনিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন

by Nobin Hasan
০ comments ৭২ views
A+A-
Reset

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক বাস্তবায়িত এবং হেকস/ইপার-এর সহযোগিতায় থ্রাইভ প্রকল্পের আওতায় ২৯ জন যুবক ৪টি ট্রেডে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ) এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণের আওতায় আসা যুবকদের মধ্যে ৪ জন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন, ১৩ জন ইলেকট্রিকাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম), ৭ জন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, এবং ৩ জন সুইং মেশিন অপারেশন ট্রেডে দক্ষতা অর্জন করেছেন।

৪৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ ২৪ আগস্ট ২০২৪ তারিখে শুরু হয়। প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআইটি’র রিজোয়োনাল ম্যানেজার প্রবীর কুমার গুপ্ত, সেন্টার ইনচার্জ আবু তাহের আবদুল্লাহ আল মামুন, প্রশিক্ষক আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, বিপুল চন্দ্রদাস, কুলদেব, এবং ইএসডিও’র থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন।

এ ধরনের প্রশিক্ষণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সাহায্য করবে এবং তাদের আত্মনির্ভরশীলতার পথে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ইএসডিও’র থ্রাইভ প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের ভবিষ্যতে সফলতা কামনা করেছেন উপস্থিত অতিথিরা।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র