Home » ঠাকুরগাঁওয়ে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন বিষয়ক যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন বিষয়ক যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ৫৮ views
A+A-
Reset

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের অধীনে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পারপুগী গ্রামে এক যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান (প্রিয়াম), যিনি খামারিদের উদ্দেশে নিরাপদ মাংস ও দুধ উৎপাদনের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতিত্ব করেন আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসিএফ হাসানুর রহমান, ভিসিএফ মো. ওমর ফারুক, ভিসিএফ মো. আহসান হাবীব, ভিসিএফ পিটার কল্লোল বাগচী এবং এভিসিএফ মো. আলমগীর হোসেন। মাঠ দিবসের সঞ্চালনা করেন ভিসিএফ মো. হাসানুর রহমান। প্রায় দুই শতাধিক খামারি, প্রাণি খাদ্যের ব্যবসায়ী, ঘাস ব্যবসায়ী, লিড খামারি এবং ইএসডিও’র অন্যান্য উন্নয়নকর্মীরা এই মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রকল্পের পিএম আরএমটিপি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। এছাড়াও লাকি কুপন আয়োজনের মাধ্যমে প্রায় ৩০ জন খামারিকে পুরস্কৃত করা হয়, যা খামারিদের মধ্যে আরও উৎসাহ যোগায়।
খামারিরা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান, তারা নতুন কিছু শিখতে ও জানতে পেরেছেন, যা তাদের খামারে কার্যকরভাবে প্রয়োগ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে তারা আরও সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র