
ইএসডিও’র Shock Responsive Social Protection (SRSP) প্রকল্পের আওতায় জামালপুরে দুই দিনব্যাপী স্টাফ ওরিয়েন্টেশন এবং জেন্ডার, প্রটেকশন, ইনক্লুশন ও PSEA বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি জামালপুর জেলার নারায়ণপুরের ইসিএসডি সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সহায়তায় এবং ইউরোপীয় ইউনিয়ন সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশন্স (ECHO) এর অর্থায়নে SRSP প্রকল্পটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর, বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে WFP-এর বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন শশাঙ্ক চন্দ্র দাস (প্রোগ্রাম পলিসি অফিসার, ফিল্ড অপারেশন), গিয়াস উদ্দিন তালুকদার (প্রোগ্রাম পলিসি অফিসার, ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন), কামরুল হাসান (এনালাইসিসট) এবং ফউজিয়া নাহার (প্রোগ্রাম পলিসি অফিসার ও জেন্ডার ফোকাল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যামিনী কুমার রায়, হেড অফ উইং ও ফোকাল পার্সন, ইএসডিও। এছাড়াও জামালপুর ও বগুড়া জেলার প্রকল্প ব্যবস্থাপক, মিল অফিসার, ইউসি, ফাইন্যান্স অফিসার, ফিল্ড ফ্যাসিলিটেটরসহ অন্যান্য টিম সদস্যরা এই প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার, সামাজিক অন্তর্ভুক্তি, সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন, যা মাঠ পর্যায়ে কাজের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।