৩৩
নীলফামারীর জলঢাকা উপজেলায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ারের সভাপতিত্বে সভাটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় আয়োজিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মাহাদি হাসান, স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জলঢাকা প্রতিনিধি মেথিয়েস মার্ডি ও মোনালিসা বিশ্বাস এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান। এছাড়াও, যুব নেটওয়ার্কের সদস্য ও ইএসডিও’র টেকনিক্যাল কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও তাদের পিতা-মাতাদের কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাল্যবিবাহ রোধে প্রয়োজনে কাজীদের কাউন্সেলিং করার পরামর্শ দেন এবং শিশু শ্রম বন্ধ করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।