Home » জলঢাকায় ইএসডিও-স্পনসরশীপ প্রোগ্রামের অধীনে বিউটিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলঢাকায় ইএসডিও-স্পনসরশীপ প্রোগ্রামের অধীনে বিউটিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ২৮ views
A+A-
Reset

নীলফামারীর জলঢাকায় ইএসডিও-স্পনসরশীপ প্রোগ্রামের অধীনে সুবিধাবঞ্চিত পরিবারের ২০ জন যুব নারীর দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ দিনব্যাপী (৩-৫ ডিসেম্বর ২০২৪) বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ইএসডি ‘র স্পনসরশীপ প্রোগ্রামের    প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল মান্নান। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় নারী উদ্যোক্তা মোছা. মুনিয়া বেগম।

এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা ভ্রূ-প্লাগ, হেয়ার কাটিং, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, পার্টি সাজ এবং বউ সাজসহ বিউটিফিকেশনের বিভিন্ন বিষয়ে বাস্তবিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।প্রশিক্ষণার্থীরা জানান  , ইএসডিও এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। অর্জিত দক্ষতার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল মান্নান বলেন,”প্রশিক্ষণ গ্রহণকারী যুব নারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারলে আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত হতে পারবেন এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন।” এই প্রকল্প বাস্তবায়নে ইএসডিও-কে সহায়তা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র