৪৬
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) চ্যাম্পিয়ন অফ কজ’ ক্যাটাগরিতে ট্যালি সলিউশনস বাংলাদেশের সম্মাননা পেয়েছে । ট্যালি সলিউশনস বাংলাদেশের আয়োজনে ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটি ইএসডিওর সামাজিক উন্নয়নে অবদানের জন্য দেওয়া হয়েছে, যা সংস্থাটির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
ইএসডিও-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন ইএসডিও’র টিম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি, শাশ্বত জামান এবং ইএসডিও’র ফাইন্যান্স কন্ট্রোলার এবং হেড অব কমপ্লায়েন্স মোঃ জিল্লুর রহমান।
এই সম্মাননা ইএসডিওর বাংলাদেশে সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। এই পুরস্কার ইএসডিওর লক্ষ্য পূরণের পথে একটি অনুপ্রেরণামূলক মাইলফলক হিসেবে কাজ করবে।
এ সম্মাননা প্রদান করায় ইএসডিও-র সকল উন্নয়ন কর্মী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামীতে আরও সফলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।