Home » ইয়ুথ লার্নিং সেন্টারে বাঁশ ও পাট শিল্পের প্রশিক্ষণ সম্পন্ন

ইয়ুথ লার্নিং সেন্টারে বাঁশ ও পাট শিল্পের প্রশিক্ষণ সম্পন্ন

by Nobin Hasan
০ comments ৩১ views
A+A-
Reset
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে ইয়ুথ লার্নিং সেন্টারে তিন দিনব্যাপী (২৬-২৮ জানুয়ারি ২০২৫) বাঁশ ও পাট শিল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও-স্পনসরশিপ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের মাধ্যমে যুবদের টেকসই ও পরিবেশবান্ধব কাজে দক্ষতা বৃদ্ধি এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য সামনে রাখা হয়।
প্রশিক্ষণে ২৩ জন যুব (১৫ জন মেয়ে ও ৮ জন ছেলে) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন রংপুরের শিল্পী ও ফ্রিল্যান্সার আহসান আহমেদ। অংশগ্রহণকারীরা বাঁশ ও পাট দিয়ে ল্যাম্পশেড, পেন হোল্ডার, পাখির বাসা, শোপিস, ডোরবেল, ফুলদানি, কলমদানি, পাখি ইত্যাদি তৈরির কৌশল শিখেছেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ইএসডিও-জলঢাকা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল মান্নান। তিনি বলেন, “যুবরাই দেশের ভবিষ্যৎ। তাদের দক্ষ করে তুলতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। এই প্রশিক্ষণ তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ইএসডিও এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকল্পটি বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহায়তা করছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র