Home » ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী ২০২৫ উদযাপন

ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী ২০২৫ উদযাপন

by admin
০ comments ২৬ views
A+A-
Reset

আজ (১২ এপ্রিল ২০২৫) ইকো পাঠশালা এন্ড কলেজ দিনব্যাপী তাদের রজতজয়ন্তী উদযাপন করেছে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। এ উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে থেকে শহরের বিভিন্ন অংশে র‍্যালি, উদ্বোধনী অধিবেশন এবং বিশেষ প্রকাশনা “আলোকিত ভুবন” এর মোড়ক উন্মোচন করা হয়।

উদযাপনটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান, ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ মহদায়, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, জনাব মির্জা ফয়সাল আমীন, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং জনাব ড. ইসরাফিল শাহীন, অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগ।

এরপর বেলা ১২ টায় ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ জনাব ড. সেলিমা আখতার ম্যাডামের সভাপতিত্বে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষাগুরু সম্মাননা প্রদান এবং স্মৃতিচারণ অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষকদের স্মারক উপহার প্রদানের আয়োজর করা হয়। এসময় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. ইসরাফিল শাহীন, অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগ, জনাব ড. তুহিন ওয়াদুদ, অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, জনাব প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর, জনাব অধ্যাপক (অব.) মো. তোফায়েল হোসেন, ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর, জনাব অধ্যাপক মনতোষ কুমার দে, বিশিষ্ট শিক্ষাবিদ, ঠাকুরগাঁও, জনাব মোঃ আখতারুজ্জামান, উপ-পরিচালক (সাবেক), মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর। এছাড়া, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও গনমাধ্যমকর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র