২৯
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান অনুষ্ঠান আজ (২৮ ডিসেম্বর ) ইএসডিও বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর পরিচালক প্রশাসন ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
অনুষ্ঠানে পুষ্প রানি (সাপোর্ট স্টাফ) এবং হাসান আলী (নাইট গার্ড)-এর হাতে তাদের প্রাপ্য সুবিধাদি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএসডিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।