Home » ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১৯৮তম ফিল্ড অফিসার ব্যাচের ভিত্তি প্রশিক্ষণ শুরু

ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১৯৮তম ফিল্ড অফিসার ব্যাচের ভিত্তি প্রশিক্ষণ শুরু

by Nobin Hasan
০ comments ১২৬ views
A+A-
Reset

ঠাকুরগাঁওয়ের ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ইটিআরসি) ভেন্যুতে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১৯৮তম ফিল্ড অফিসার ব্যাচের ৭ দিনব্যাপী ভিত্তি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে ইএসডিও হেড অফিসের চেতনা বিকাশ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইএসডিও’র হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড ফিন্যান্স কন্ট্রোলার জিল্লুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও’র হেড অব মাইক্রোফিন্যান্স স্বপন কুমার সাহা, হেড অব অপারেশন এমএফ মাজেদুল ইসলাম মামুন এবং হেড অব ট্রেনিং দেবাশীষ সরকার।

৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এতে ফিল্ড অফিসারদের মাইক্রোফিন্যান্স কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কাজের মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এই প্রশিক্ষণ কর্মসূচি নতুন ফিল্ড অফিসারদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র