Home » ইএসডিও মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

ইএসডিও মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

by Nobin Hasan
০ comments ৩৭ views
A+A-
Reset

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের তিন দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ   সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  শুরু হয়ে শনিবার (১৬ নভেম্বর ) সমাপ্ত হয়। এই প্রশিক্ষণের  উদ্দেশ্য ছিল মাইক্রোফিন্যান্স সেবাকে আরও উন্নত ও মানসম্মত করে তোলা এবং ব্রাঞ্চ ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রোগ্রামকে আরও কার্যকর করা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র  হেড অব  এন্টার প্রাইজ  মো:  এনামুল হক ।

এ সময়,  আরও বক্তব্য রাখেন হেড অব ট্রেনিং দেবাশীষ সরকার, ডেপুটি ট্রেনিং কো-ডিনেটর মো: সুজন খান  ও  ট্রেনিং এন্ড কাউন্সিলিং ম্যানেজার মোঃ শাহীন  ।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র