Home » ইএসডিও-গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

ইএসডিও-গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

by Nobin Hasan
০ comments ২৭ views
A+A-
Reset

গতকাল   (২৩ অক্টোবর) নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ২০২৪ উদযাপন করা হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইএসডিও-গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির অংশ হিসেবে ধামুইরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং আমাইতারা বাজার এলাকায় র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ধামুইরহাট উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার   আসমা খাতুন। এছাড়াও আমাইতারা বাজার কমিটির প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের সদস্যরা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব ফোরাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকার জনসাধারণকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। আলোচনা সভায় বক্তারা স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সকলের জন্য নিরাপদ ও উন্নত স্যানিটেশন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্যানিটেশন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি ও উন্নত জীবনযাপনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র