Home » ইএসডিও-আরএমটিপি’র আওতায় সাইলেজ প্লান্ট পরিদর্শন করলেন মির্জা ফখরুল

ইএসডিও-আরএমটিপি’র আওতায় সাইলেজ প্লান্ট পরিদর্শন করলেন মির্জা ফখরুল

by Nobin Hasan
০ comments ৫৪ views
A+A-
Reset
 স্মার্ট লাইভস্টক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় হাওলাদার এগ্রো সাইলেজ প্লান্ট পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব ও ইএসডিও’র সাবেক চেয়ারম্যান  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সদর উপজেলার জগন্নাথপুরে মো. গোলাম সারোয়ার রবিনের পরিচালিত এই প্লান্ট পরিদর্শনকালে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের খামারিরা লাভবান হচ্ছেন। সাইলেজ উৎপাদনের ফলে খামারগুলোতে দানাদার খাদ্যের উপর চাপ কমছে এবং খামারের লভ্যাংশ বাড়ছে। এর পাশাপাশি নিরাপদ মাংস ও দুধ উৎপাদনেও বিশেষ ভূমিকা রাখছে এই প্রযুক্তি।
পরিদর্শনের সময় মির্জা ফখরুল প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্যোগের আরও প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, সম্প্রতি হাওলাদার এগ্রো কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “সিটি গ্রুপ-প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪”-এ দেশের সেরা সাইলেজ ফ্যাক্টরি হিসেবে “সেরা কৃষি উদ্যোক্তা” পুরস্কার অর্জন করেছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র