Home » ইএসডিও’র হিসাব রক্ষক হিরন মাহমুদকে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান

ইএসডিও’র হিসাব রক্ষক হিরন মাহমুদকে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান

by Nobin Hasan
০ comments ৫৪ views
A+A-
Reset
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় নীলফামারী জেলার কলোনী বাজার শাখার হিসাব রক্ষক মো. হিরন মাহমুদকে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মো. হিরন মাহমুদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ইএসডিও’র হেড অফ মাইক্রোফিন্যান্স (ভারপ্রাপ্ত) স্বপন কুমার সাহা, হেড অব ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অব এইচআর মো. আবুল মনসুর সরকার, হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো. আইনুল হক এবং হেড আব প্রোগ্রাম -এআইএস আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
এই ধরনের আনুষ্ঠানিকতা প্রতিষ্ঠানটির কর্মীদের প্রতি দায়িত্বশীল আচরণের নিদর্শন এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার প্রমাণস্বরূপ। ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবা প্রদান করে আসছে এবং কর্মীদের প্রতি এই ধরনের সম্মান প্রদর্শন ভবিষ্যতে তাদের মনোবল বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র