৪০
শনিবার (২ নভেম্বর ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছাঃ নূরজাহান খাতুন ইএসডিও এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ইএসডিওর হেড অব উইং, যামিনী কুমার রায়, সংস্থাটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান ও সংস্থার কর্মপদ্ধতি সম্পর্কে তাকে অবহিত করেন।
পরিদর্শনকালে ইএসডিওর পক্ষ থেকে মোছাঃ নূরজাহান খাতুন সহ অন্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) ড. নাছিমা বেগম এবং ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন।
এই সফরে অতিথিরা ইএসডিওর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং সংস্থাটির প্রচেষ্টার প্রশংসা করেন।