Home » ইএসডিও’র উদ্যোগে ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইএসডিও’র উদ্যোগে ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ৩৭ views
A+A-
Reset

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ইকো-প্রাণিসেবা কার্যক্রমের আওতায় শনিবার ( ১৬ নভেম্বর )  আকচা লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘরে  ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাসহ এলএসপি ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান। কর্মশালার সভাপতিত্ব করেন ইএসডিও আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মন।

প্রধান অতিথি ডা. রনজিৎ চন্দ্র সিংহ বলেন, “স্মার্ট লাইভস্টক গড়ে তুলতে ইএসডিও’র ইকো-প্রাণিসেবা কার্যক্রম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মাঠপর্যায়ের এলএসপিদের মাধ্যমে এই সেবা নিশ্চিত করতে হলে তাদের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ডা. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “ইকো-প্রাণিসেবার মাধ্যমে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে একটি বড় পরিবর্তন আসবে। প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক পর্যায়ে টিকা সহজলভ্য করতে সব ধরনের সহযোগিতা করবে।”

কর্মশালায় এলএসপিদের টেলিমেডিসিন সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাঠপর্যায়ের খামারিদের কাছে এই সেবা আরও কার্যকরভাবে পৌঁছানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ইএসডিও’র ইকো-প্রাণিসেবা কার্যক্রম দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র