Home » ইএসডিওর ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির বিভিন্ন ভেন্যু পরিদর্শন

ইএসডিওর ইকো ইনস্টিটিউট অব টেকনোলজির বিভিন্ন ভেন্যু পরিদর্শন

by Nobin Hasan
০ comments ৩৪ views
A+A-
Reset

ইএসডিওর অঙ্গ প্রতিষ্ঠান ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি)-এর বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন SICIPকোয়ালিটি অ্যাসুরেন্স এর প্রোগ্রাম অফিসার মোঃ রিয়াদ মাশরুব সৌরভ।

পরিদর্শনের অংশ হিসেবে ইআইটি হেড অফিস ভেন্যুতে ‘গ্রাফিক্স ডিজাইন’ ‘প্রোফেশনাল ডিজিটাল মার্কেটিং’ এবং ‘বিউটি কেয়ার ল্যাব’; কলেজপাড়া ভেন্যুতে ‘ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইন্টেন্যান্স’ ও ‘প্লাম্বিং’ ট্রেড; কেয়ারগিভার সেন্টার এবং প্লটন ভেন্যু পরিদর্শন করা হয়।

পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য ইএসডিও’র হেড অফ টিভেট  শাহরিয়ার মাহমুদ সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার প্রবীর কুমার গুপ্ত এবং ইআইটি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র