Home » ইএসডিও’র ইআইটি ও কেয়ারগিভার সেন্টার পরিদর্শন

ইএসডিও’র ইআইটি ও কেয়ারগিভার সেন্টার পরিদর্শন

by Nobin Hasan
০ comments ২৮ views
A+A-
Reset
ইএসডিও’র অঙ্গ প্রতিষ্ঠান ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি)-তে প্রভাতি প্রকল্পের আওতাভুক্ত চলমান ট্রেডসমূহ এবং কেয়ারগিভার সেন্টার পরিদর্শন করেন কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা। এ সময় তারা ইআইটি হেড অফিস ভেন্যু,  কলেজপাড়া ভেন্যু এবং কলেজপাড়ায়  অবস্থিত কেয়ারগিভার সেন্টার পরিদর্শন করেন   । পরিদর্শকদলের নেতৃত্বে ছিলেন লাইভলিহুড স্পেশালিস্ট  মোঃ মাকসুদুর রহমান, এম.এল.এস.ও   মোঃ দেলোয়ার হোসেন, এম.এল.ও  মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ,  মোঃ ছাকাউল হক এবং হিসাব রক্ষক এলজিইডি-প্রভাতি  মোঃ আল মামুন।
ইএসডিও-প্রভাতি প্রকল্পের ফোকাল পার্সন  মোঃ তোফাজ্জল হোসেন পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার  প্রবীর কুমার গুপ্ত এবং ইআইটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র