২৬
নীলফামারীর জলঢাকায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় গতকাল (১৫ অক্টোবর) আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। ‘গার্লস ভিশন ফর দ্যা ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ইএসডিও পরিচালিত ইয়ুথ লার্নিং সেন্টার (ওয়াইএলসি) কার্যক্রমের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইএসডিও-সিএলসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান, প্রোগ্রাম ম্যানেজার, ইএসডিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এ্যাসিস্টেন্ট স্পনসরশিপ ম্যানেজার সৈয়দ হাসিনুল কবির।
অনুষ্ঠানে ইয়ুথ লার্নিং সেন্টারের শিক্ষার্থীরা, বিশেষ করে কন্যা শিশুরা, তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তৃতা করেন। তারা জানান, একাডেমিক শিক্ষার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের ও পরিবারের আর্থিক উন্নয়নে তারা কীভাবে অবদান রাখছেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রত্যেকের মনে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা থাকে, সেই বাসনাকে বাস্তবায়িত করতে হলে কঠোর পরিশ্রম এবং স্থির মনোবল প্রয়োজন।” বিশেষ অতিথি আরও বলেন, “কন্যা শিশুদের সঠিক শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে যাতে তারা সমাজে সমান অধিকার ভোগ করতে পারে এবং তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী যুব নারী ও সফল নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।